ইবন সাহল – ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া
======================
আবু সা’দ আল আ’লা ইবন সাহল এর জন্ম ৯৪০ খ্রিস্টাব্দে। তিনি একজন ইরানি গণিতবিদ ও পদার্থবিদ ছিলেন। একই সাথে তিনি ইরাকের বাগদাদের কোর্টে কাজ করতেন।
তার মূল কাজ ছিলো আলোক বিজ্ঞানে। আরবদের মধ্যে তিনিই প্রথম টলেমির লেখা ‘অপটিকস’ বইটি পড়েন এবং ইবন আল হিশাম (যিনি তার আলোক বিজ্ঞানে গবেষণার জন্য আজও সর্বত্র সমাদৃত) এর ‘কিতাব আল মানাযির’ (Book of Optics) এর নানা কাজে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি সর্বপ্রথম আলোর প্রতিসরণ এর জন্য ব্যাখ্যা প্রদান করেন। কিন্তু কোনো এক কারণে তার কাজগুলো লোক চক্ষুর আড়ালে রয়ে যায়। পরবর্তীতে বিজ্ঞানী স্নেল আলোর প্রতিসরণ এর জন্য সূত্রগুলো বের করলে তা খ্যতি অর্জন করে। এদিকে ১৯৯৩ সালে ইতিহাসবিদ ও গণিতবিদ রুশদি রাশেদ ইবন সাহলের লেখা দুইটি পান্ডুলিপি উদ্ধার করেন যাতে আলোর প্রতিসরণের ব্যাখ্যা লিপিবদ্ধ ছিলো। বর্তমান বিশ্বের কোনো কোনো বিজ্ঞানী প্রতিসরণের এই সূত্র দুইটির জন্য স্নেল ও ইবন সাহল উভয়কে কৃতিত্ দিচ্ছেন। তার লেখা সেই দুটি বইয়ের নাম-
1) ফি আল আলা আর মুহাররাকা (On the burning instruments)
2) কিতাব আল হাররাকাত (The book of burners)