কলকাতা: কোনও পুজো মণ্ডপেই দর্শনার্থী নয়, সবকটিই কনটেনমেন্ট জোন, ঐতিহাসিক নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিচারক নির্দেশ দেন
দর্শকশূন্য থাকবে পুজো মণ্ডপ
প্রতিটি পুজো মণ্ডপর কনটেন্মেন্ট জোন হিসেবে গণ্য হবে
ছোট মণ্ডপের ক্ষেত্রে ৫ মিটার হবে দূরত্ব। বড় মণ্ডপের ক্ষেত্রে দূরত্ব হবে ১০ মিটার।
এই দূরত্বের মধ্যে কেউ প্রবেশ করতে পারবেন না। পুজো অনুমতি শুনানিতে নির্দেশ হাইকোর্টের।
পুজোর এরিয়া ব্যারিকেড করতে হবে। ‘নো এন্ট্রি’ বোর্ড লাগাতে হবে। নির্দেশ আদালতের।
বাড়াতে হবে সচেতনতা প্রচার। রাজ্যের সব পুজোর জন্য এই রায় প্রযোজ্য। বড় প্যান্ডেল-সহ সবাইকে নো-এন্ট্রি বাফার জোন করতে হবে।
রাজ্যে কোনও মণ্ডপেই দর্শক ঢুকতে পারবেন না।
