চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা আখতার হোসেন বাদল; জানাজায় হাজারো মানুষের ঢল
_________________________
আজ ১৩ই ডিসেম্বর(রবিবার) নিজ গ্রামের বাড়ি বড়ুয়ায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন আখতার হোসেন বাদল। এরআগে সকাল ১০ঘটিকায় সৈয়দপুর রেলওয়ে মাঠ প্রাঙ্গনে তার মরদেহে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন নীলফামারী মেয়রসহ আওয়ামীলীগ পরিবার। এসময় মেয়র আমজাদ হোসেন সরকার, উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিনসহ দলীয় অঙ্গসংগঠন ও হাজারো সাধারণ মানুষের ঢল। সকাল ১১টায় প্রথম জানাজা শেষে দ্বিতীয় জানাজার জন্য মরহদেহ নেয়া হয় কেন্দ্রীয় বাস টার্মিনালে। এরপর দাফন ও শেষ জানাজার জন্য গ্রামের বাড়ি বড়ুয়ায় নেয়া হয়। যোহর নামাজের পর তাকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামীলীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি,বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক,রংপুর ফেডারেশনের বিভাগীয় সভাপতি,নীলফামারী জেলা বাসমিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং সাবেক পৌর মেয়র জনাব আকতার হোসেন বাদল। গতকাল(১২ই ডিসেম্বর-শনিবার) সকাল ১১.৩০ মিনিটে রংপুর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।