নৌকা মার্কার সমর্থনে ১১ নং ওয়ার্ডের বিশাল মিছিল নিয়ে পথসভাস্থলে
স্টাফ রিপোর্টার।। আসন্ন চাঁদপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীয়ত প্রার্থী মেয়র পদে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা মনোনীত প্রার্থী এড্যাভোকেট জিল্লুর রহমান জুয়েলর নৌকা মার্কার পথসভায় ব্যাপক ভাবে মানুষের ঢল নেমেছে। প্রতিদিনই সকাল থেকে গভীর রাত পর্যন্ত চাঁদপুর পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে চলছে গণসংযোগ ও পথসভা। স্থানীয় নেতা-কর্মীরা পথসভায় তুলে ধরছে আওয়ামী লীগের উন্নয়নের কর্মকান্ড। এরই ধারাবাহিকতায় ২৬ সেপ্টেম্বর শনিবার বিকালে জেএম সেনগুপ্ত রোডস্থ ডা. দিপু মনি এমপির বাসভবনের সামনে পথসভাস্থলে যোগদান করেন, চাঁদপুর পৌরসভা ১১ নং ওয়ার্ডে নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে পথসভাস্থলে উপস্থিত হন।
বিশাল এই মিছিলে নেতৃত্ব দেন, সাবেক ছাত্র লীগ নেতা আমরা মুক্তি যুদ্ধের সন্তান পৌর শাখার সভাপতি কামরুল হাসান কাউসার তালুকদার।
এছারা অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌর যুবলীগের সম্মানিত সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন ঢালী, পৌর ছাত্র লীগের সহ-সভাপতি নিবিড় আহমেদ, থানা যুবলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন পাটোয়ারী, জেলা ছাত্র লীগের সাবেক সদস্য মোঃ জিহান পাটওয়ারী, যুবলীগ নেতা মোঃ মুন্না তালুকদার, চাঁদপুর সরকারি কলেজ ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান নিলাব, জেলা ছাত্র লীগের সাবেক সদস্য মোঃ রমি পাটওয়ারী, চাঁদপুর পৌর সেচ্ছাসেবক লীগের ১১ নং সভাপতি মোঃ আল- আমিন পাটওয়ারী, ছাত্রলীগের যুগ্ন সম্পাদক শেখ কানোন, ১১ নং ওযার্ড ছাত্র লীগের সহ-সভাপতি মিঠু বেপারী সহ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, ছাত্র লীগ, সেচ্ছাসেবক লীগ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন