প্রেস ক্লাবের কমিটি গঠন সভাপতি বাদল
______
নীলফামারীর সৈয়দপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে । গতকাল শনিবার রাত ৯ টায় প্রেস ক্লাবের নিজস্ব ভবনে এক সাধারণ সভায় কন্ঠ ভোটের মাধ্যমে ওই কমিটি গঠন করা হয় । অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহবায়ক মকুসদ আলম। । এ সময় উপস্থিত সকল সদস্যরা নির্বাচন পদ্ধতি হিসেবে প্রার্থীর পক্ষে হাত তুলে কন্ঠ ভোটে একমত হন। ফলে এদিনেই ওই পদ্ধতি অনুসরণ করে ১১ সদস্যের কার্যকরি পরিষদ গঠন করা হয়। ওই পরিষদের সিদ্ধান্ত মোতাবেক
২০২১-২০২২ সালের জন সভাপতির দায়িত্ব দেয়া হয় আ,ফ,ম সাকির হোসেন বাদলকে , (সময় টিভি), ও সাধারণ সম্পাদক এম এ করিম কে (মানবজমিন), সহ সভাপতির পদ দেয়া হয় মকসুদ আলম (সম্পাদক, সাপ্তাহিক নীলফামারী চিত্র), সহ সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মিয়া (ভোরের দর্পন), অর্থ সম্পদাক নিজু কুমার আগরওয়ালা (কালবেলা), দপ্তর ও ক্রীড়া সম্পাদক আমিরুল হক (দৈনিক তৃতীয় মাত্রা ও ডেইলি পিপলস্ টাইম), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আখতারুল মৃধাকে (সাপ্তাহিক দাগ)।
কার্যনির্বাহী পরিষদের চার সদস্যরা হলেন জিকরুল হক (ভোরের কাগজ), হীরা শর্মা (উত্তর বাংলা), এমএ মোমেন (খোলা কাগজ) ও সাদিকুল ইসলাম (এশিয়ান টিভি) ।